হার্দিকের অসাধারণ ‘সুপারম্যান ক্যাচ’!

Hardik

 

পিবিএ ডেস্ক : নির্বাসন কাটিয়ে ফিরেই নিজের প্রয়োজনীয়তা জানান দিলেন ভারতের অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডে। নিলেন অসাধারণ এক ক্যাচ। যার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। নিউজিল্যান্ড ইনিংসের সেটা ১৭তম ওভার। লেগস্পিনার যজুভেন্দ্র চহালের বলে ফ্লিক করেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। মিড উইকেটে দাঁড়িয়ে ছিলেন হার্দিক। বল তার পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি বাঁ দিকে হাওয়ায় শরীর ভাষিয়ে জমির সঙ্গে সমান্তরাল অবস্থায় ধরলেন ক্যাচ। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন উইলিয়ামসন। আর অভিনন্দনে তাকে ভরিয়ে দেন সতীর্থরা।

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে যেতে হয়েছিল হার্দিককে। ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে লোকেশ রাহুলের সঙ্গে তার বক্তব্য নিয়ে বিতর্ক চরমে ওঠে। শোকজ করা হয়। নির্বাসিতও করা হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তদন্তের জন্য প্রশাসকদের কমিটি বা সিওএ অম্বাডসম্যান নিয়োগ করার দাবি জানায় আদালতে। যা এখনও হয়নি। এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে নির্বাসন তুলে নেওয়া হয় হার্দিক-রাহুলের উপর। সঙ্গে সঙ্গে উড়ে এসে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন হার্দিক। আর বিজয় শঙ্করের পরিবর্তে সোমবার ভারতের প্রথম এগারোয় চলে আসেন। এবং অবিশ্বাস্য ক্যাচের পাশাপাশি বোলিংয়ে নিলেন হেনরি নিকলস ও মিচেল স্যান্টনারের উইকেট।

পিবিএ/জিজি

আরও পড়ুন...