পিবিএ,স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাজিকস্তানের দুশানবেতে অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ব্যবধানটা আরও বেশি হতে পারতো। শুরু থেকেই শারীরিক সামর্থ্যের দিক থেকে এগিয়ে থাকা আফগান ফুটবলাররা বাংলাদেশের উপর চড়াও হয়ে খেলতে থাকে। গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। এ সময় ডান দিক থেকে আসা বলে ফরশাদ নুরের জোরালো হেড বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা হাতে লাগিয়েও বাইরে পাঠাতে পারেননি। ক্রসবারের নিচের দিকে লেগে বল গোলপোষ্টে ঢুকে যায়।
প্রথমার্ধে ৬০ ভাগ বল দখলে রাখা আফগানরা দ্বিতীয়ার্থে সেটা বাড়িয়ে করে ৬৮ ভাগ। তবে শেষ পর্যন্ত আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। ম্যাচ শেষে ব্যবধানটাও তাই থাকে এক গোলের।
পিবিএ/বাখ