হাটাহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : ডিম ছাড়ার মৌসুমে হালদা নদীতে জীবৃত ১০ কেজি ওজনের একটি আহত কাতলা মাছ উদ্ধার করেছে ইউএনও।
শনিবার ৯ মে হালদা নদীতে অভিযান পরিচালনা করতে গিয়ে নদীতে মাছটি ভাসতে দেখেন ইউএনও।
ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানায়,নদীতে অভিযান চালাতে গিয়ে দেখা যায় একটি কাতাল মাছ ভাসছে। পরে সেটি উদ্ধার করে বাচাঁনোর চেষ্টা করছি মাছটি এখনো জীবিত। মাছের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ আছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ইউএনও রুহুল আমিন একজন হালদা প্রেমী হিসেবে উপজেলায় সুনাম অর্জন করেছেন। তিনি নিয়মিত নদীতে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। যে কারনে এ বছর ডিম সংগ্রহের পরিমান বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
পিবিএ/মোহাম্মদ হোসেন/এমএ