পিবিএ,হাটহাজারী,চট্টগ্রাম: দক্ষিন এশিয়ার এক মাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে ৮ কেজি ওজনের মৃগেল জাতীয় একটি মা মাছ ‘হত্যার’ দায়ে এক বোট চালককে ১০ দিনের কারাদন্ডদিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) আব্দুল আজিজ নামে ওই ব্যক্তিকে ১০ দিনের কারাদন্ড দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. রুহুল আমীন। আব্দুল আজিজ কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।জানযায়, হালদা নদীতে এখন প্রজননের ভরা মৌসুম। মা মাছ যে কোন সময়ের মধ্যেই ডিমছাড়বে। তাই নদীতে মা মাছ বিচরণ করছে। দুপুরে হাটহাজারী মার্দাশা খলিফার ঘোনাএলাকায় মৃগেল প্রজাতির একটি মৃত মা মাছ ভেসে আসে। স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছটি উদ্ধার করে উপওে নিয়ে আসে। খবর পেয়ে হাটহাজারী ইউএনও মো. রুহুল আমীন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক মনজুরুল কিবরিয়া ঘটনাস্থলে যান।
ইউএনও মো. রুহুল আমীন বলেন, মা-মাছ ও পোনা সংরক্ষণে হালদায় সকল ধরণের ইঞ্জিনচালিত নৌযান ও বালু উত্তোলনকারী ড্রেজারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ থাকা স্বত্ত্বেও যান্ত্রিক নৌকা চালানোর কারণে আবদুল আজিজকে ১০ দিনের কারাদন্ড দিয়েছি এবং নৌকাটি জব্দ করেছি। যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও তীব্রতর হবে বলে জানান তিনি।
পিবিএ/কেএএস/হক