খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী: দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান পরিচালনা করে তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
সোমবার বিকেলে হালদার মোহরা এলাকায় আইডিএফের সহযোগিতায় এ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদে বিকাল সাড়ে ৫টায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
রুহুল আমিন বলেন, আমাদের অভিযান থেমে নেই ভেজাল ঘি, নিষিদ্ধ ও সরকারী ওষুধ, নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধভাবে বালু উত্তোলনসহ যে কোন আইন বহির্ভূত কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পিবিএ/কেএএস/এমএস