খোরশেদ আলম শিমুল, হাটহাজারী,চট্টগ্রাম: দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণ ও হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় পরিবেশ দূষণের দায়ে এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার গত ৩০মে রাউজান পৌরসভার সত্তারঘাট এলাকায় হালদা নদীর স্থানীয় পোনা সংগ্রহকারীদের সাথে মতবিনিময়কালে পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
জানা যায়,এশিয়ান পেপার মিলের বিষাক্ত তরল বর্জ্য মিলের পাশের নন্দীর হাট মড়া ছড়া হয়ে দক্ষিন এশিয়ার এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গিয়ে পড়ছে।এতে করে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি হালদা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য প্রতিনিয়িতই হুমকির মুখে পতিত হচ্ছে।
এদিকে সোমবার (১০ জুন) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এশিয়ান পেপার মিলকে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন।
এর আগে গত ২৭ মে হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় এশিয়ান পেপার মিল পরিদর্শন করেন পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন।
এ সময় পেপার মিল থেকে স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। পরে তাদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান পিবিএ’কে জানান, তরল বর্জ্য শোধনাগার অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন,আগামি একমাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু করে ২৩ জুনের মধ্যে চালানের মাধ্যমে অঙ্গিকারনামা প্রদানের জন্যও নির্দেশ দেওয়া হয়।
পিবিএ/হক