হাসপাতালে চেয়ার না পেয়ে নিজের কাঁধেই বসালেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালে নিলে গেলে বসার কোনো চেয়ার না পেয়ে নিজে নিচু হয়ে চেয়ারের মতো বসে পড়েন স্বামী। আর তার ওপর বসে ছিলেন সেই নারী। হাসপাতালের ক্যামেরার ধরা পড়া এমন মানবিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দম্পতি হাসপাতালে আসার পর অনেকের কাছে চেয়ার চেয়েও পাননি। পরে তার স্ত্রীর কষ্ট হচ্ছে দেখে নিজেই চেয়ারের মতো করে হাসপাতালের মেঝেতে বসে পড়েন ওই স্বামী। পরে স্বামীর ঘাড়ের ওপর বসে পড়েন ওই নারী।

এ ঘটনা হাসপাতালের সার্ভিলেন্স ক্যামেরায় ধরা পড়ে। পরে কেউ এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসার দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...