পিবিএ ডেস্ক: ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে মূত্রনালির সংক্রমণের কারণে বুধবার প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর মুখপাত্র পেপিতো ফোরনস এপিকে জানান, তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলারকে দুই দিন হাসপাতালে থাকতে হবে।
তিনি বলেন, ‘পেলে হালকা কাঁপছিলেন এবং তারা (চিকিৎসক) মূত্রনালির সংক্রমণ শনাক্ত করতে পেরেছেন।’
পেলে জ্বরে ভুগছিলেন এবং এন্টিবায়েটিক নিচ্ছিলেন জানিয়ে মুখপাত্র বলেন, ‘এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।’
ফোরনস বলেন, ‘চিকিৎসকরা পেলেকে ১/২ দিন হাসপাতালে থাকতে বলেছেন যাতে করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।’ তবে কোন হাসপাতালে পেলে চিকিৎসা নিচ্ছেন তা জানাননি তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে ফ্রান্সের রাজধানীতে ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সাথে বৈঠক করেন পেলে।
৭৮ বছর বয়সী পেলে এবং এমবাপ্পে সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে তাদের ভূমিকা নিয়ে বৈঠক করেন। গত বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানোর পর থেকেই এমবাপ্পেকে ব্রাজিলিয়ান গ্রেট পেলের সাথে তুলনা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই কিডনি জনিত সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। এর আগে ২০১৪ সালে মূত্রনালির সংক্রমণের কারণে সাও পাওলো হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন তিনি। কিছু সময় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল।
এর আগে মঙ্গলবার ব্রাজিলের টিভি নেটওয়ার্ক গ্লোবো জানায়, পেলে ঠান্ডায় ভুগছিলেন এবং হোটেলে ওষুধ নিয়েছেন। তিনি অসুস্থতা বোধ করায় বুধবার তাকে হাসপাতালে নেয়া হয়।
পিবিএ/এএইচ