হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য

ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য

পিবিএ,ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য। কয়েক দিন আগে তিনি ও তার মেয়ে আরাধ্য করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তারা। গেল শুক্রবার রাতে ঐশ্বরিয়াকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, তার মেয়েকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগেই করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি আছেন ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেক বচ্চন। হাসপাতালে আইসোলেশনে আছেন অভিতাভ ও অভিষেক। তারা সুস্থই আছেন বলে জানা যায়। গত শনিবার তারা করোনা আক্রান্ত হন। শনিবার অমিতাভ বচ্চন টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায়, অমিতাভ-পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ।
গেল রোববার ঐশ্বরিয়া ও তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে র‍্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পল টেস্টের ফল পজিটিভ। জানা যায়, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছেন তারা। সংক্রমিত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। কিন্তু আচমকাই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন ছাড়াও মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি এবং অগস্থ্যার রিপোর্টও নেগেটিভ এসেছে।
সূত্র- এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিন।
পিবিএ/এসডি

আরও পড়ুন...