হাসপাতাল ছেড়েছেন ওবায়দুল কাদের, আরও কিছুদিন থাকবেন সিঙ্গাপুরে

সুস্থ
ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন

পিবিএ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছেড়েছেন । বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নত।

শুক্রবার (০৫ এপ্রিল) সিঙ্গাপুর সময় বিকাল ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওনাকে রিলিজ দেয়ার কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।

এর আগে সকালে ফেসবুকে ওবায়দুল কাদেরের সুস্থতার ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।ওই ছবিতে ওবায়দুল কাদেরের এক পাশে সংসদ সদস্য ইকবালুর রহিমকে ও অপর পাশে সংসদ সদস্য শেখ হেলালকে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মো. আবু নাছের জানান, শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওনাকে (ওবায়দুল কাদের) রিলিজ দেন । তিনি জানান, স্যারের (ওবায়দুল কাদেরের) শরীরের উন্নতির ধারাবাহিকতা তদারকির জন্য আরও কিছু দিন তাকে সিঙ্গাপুরে রাখা হবে। এর পর চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি বাংলাদেশে আসবেন।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...