হাসপাতাল থেকে ডাকাতির মামলার আসামি পালাতক

পিবিএ, ঢামেক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ইদ্রিস মোল্লা (৪৫) নামের এক আসামী পালিয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার ডাকাতি মামলার আসামি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১০২ নম্বর ওয়ার্ডের বাথরুমে যায় আসামী ইদ্রিস। পরে বাথরুমের ভাঙ্গা জানালা দিয়ে পালিয়ে যায়। রাজারবাগ পুলিশ লাইনের নায়েক ফয়সাল, কনস্টেবল মামুন ও আনসার সদস্য আহম্মেদ এই আসামীর পাহারায় ছিলো।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, গত ১ ফেব্রুয়ারী রাতে টঙ্গিবাড়ী এলাকাতেই ডাকাতি করার সময় গুলিতে আহত ইদ্রিস। এরপর পুলিশ পাহারায় ২ ফেব্রুয়ারী সকালে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার চিত্রারচড় গ্রামের আঃ রহমান মাতব্বরের ছেলে ইদ্রিস।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...