চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন নিজেদের করে নিলো বাংলাদেশ দল। হাসিমুখে দুপুরের খাবার খেতে গেলেন সাকিব আল হাসানরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। শুরুতে দুই ওপেনার লোকেশ রাহুল এবং শুভমান গিল দলকে ভালো শুরুর আভাস দেন। তবে দলীয় ৪১ রানে গিলকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম।
এরপর অবশ্য দ্বিতীয় উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশ দলকে। দলীয় ৪৫ রানে খালেদ আহমেদের বলে বোল্ড আউট হয়ে ব্যক্তিগত ২২ রান করে ফিরে যান অধিনায়ক রাহুল। এরপর অবশ্য ইনিংসের ২০তম ওভারে ভারতীয় শিবিরে সবথেকে বড় আঘাত হানেন তাইজুল।
ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে ফেরান টাইগার এই স্পিনার। ব্যক্তিগত ১ রান করে লেগ বিফোরের ফাঁদে আটকে যান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। কোহলি-রাহুলকে হারিয়ে বেশ চাপে ছিল ভারত। তবে সাময়িক সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করছেন ঋষভ পান্ত এবং চেতেশ্বর পূজারা।
লাঞ্চ বিররিতে যাওয়ার আগে ভারতীয় দলের সংগ্রহ ২৬ ওভারে ৮৫ রান ৩ উইকেট হারিয়ে। ক্রিজে ২৯ রানে রিশব পান্ত এবং চেতেশ্বর পূজারা ১২ রানে অপরাজিত রয়েছেন। টাইগারদের হয়ে খালেদ আহমেদ ১ এবং তাইজুল ইসলাম নেন ২ উইকেট।