
চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি এই দুই দল। সর্বশেষ ১৯৯৬ সালের আসরে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে দুই দলের লড়াই। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য ব্ল্যাকক্যাপসদের। অন্যদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে ডাচরা।
চলতি আসরের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পাত্তাই দেয়নি কিউইরা। ৯ উইকেটের বড় জয়ে আসরে শুভসূচনা করে ব্ল্যাকক্যাপসরা।
অন্যদিকে আসরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। ম্যাচের বয়র একটা সময় জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। আজকের ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চাইবে দলটি।