হায়রে পশ্চিমা দুনিয়া

হায়রে পশ্চিমা দুনিয়া

আবু সালেহ মুসা

রাশিয়া যখন আক্রমণ করল ইউক্রেনে,
ঠিক তখনই সবাই জ্বলে উঠল তেলে বেগুনে।

মার্কিনীদের মাথায় হাত,
ইউরোপীয় ইউনিয়নের কপালে ভাঁজ।
এরাবিয়ানরা মুখে কুলুপ এঁটেছে,
আর আফ্রিকানরাতো আছেই দারিদ্র্য ও জাতিগত দাঙ্গা নিয়ে।

ফিলিস্তিনিরা বছরের পর বছর ইজরায়েল দ্বারা আক্রান্ত,
ইরাক তো বিনা দোষে আমেরিকার আক্রমণে বিধ্বস্ত।
ইয়েমেনে লাখো শিশুর আর্তনাদ,
ওদিকে সিরিয়া চেষ্টা করেও ব্যর্থ করতে প্রতিবাদ,
আর লিবিয়ায় তো আরব বসন্তের ধোয়া তোলে একেবারে বরবাদ।

ওদিকে তো আছেই রাষ্ট্রীয়ভাবে মুসলিম নিধন,
চীন উইঘুর মুসলিমদের করছে অমানুষিক নির্যাতন,
এদিকে মিয়ানমার পুরো রোহিঙ্গাদের করেছে নির্বাসন।

কই!!তখন তো বিশ্ব নেতারা এক মঞ্চে সামিল হয়নি,
বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোও তাতে সাড়া দেয়নি!!

প্রতিদিনই যুদ্ধে উপসাগরে লাশের মিছিল,
পুরো বিশ্ব আছে শান্তিতে অনাবিল।

পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা,
তাও বিশ্ব মোড়লদের একটুও বিবেক নড়েনা।

ইউক্রেনে একটু আঘাতে,
সবাই সোচ্চার তাদের পাশে দাঁড়াতে,
কারন কি!!তারা মুসলিম নয় এ বেলাতে!!!

হায়রে পশ্চিমা দুনিয়া,
বুক ভরে ঘৃনা তোদের লাগিয়া।।

আরও পড়ুন...