হিরো আলমের ফেসবুক হ্যাক

পিবিএ,ঢাকা: স্যোসাল মিডিয়ায় ব্যাপক আলোচিত মডেল থেকে হিরো বনে যাওয়া আশরাফুল হোসেন আলম (হিরো আলম)’র ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

আজ সোমবার (২২এপ্রিল) বিকেলে হিরো আলম তার মুঠোফোনে পিবিএ’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বগুড়া কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারছেন না। তার ফেসবুক আইডিটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। অনেক চেষ্টার পরও তিনি ফেসবুক আইডি ব্যবহার করতে না পেরে আগের Arshaful Hossen Alom নামেই নতুন আরেকটি আইডি খুলে যা লিখেছেন, তা পাঠকদের উদ্দেশে হুবহু তুলে ধরা হলো- ‌‌

”আসসালামু আলাইকুম , প্রিয় শুভাকাঙ্খী বৃন্দ , আমার ফেসবুক আইডি এবং পেজ হ্যাক হওয়ায় , এই আইডিটি আপাতত ব্যবহার করছি। সবাই ভালো থাকবেন , আপনাদের জন্য শুভকামনা। আমার জন্য দোআ রাখবেন।”

হিরো আলম দাবী করছেন, তিনি জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর পরই তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে নীচে নামানোর জন্য এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...