হিলিতে ইয়াবাসহ যুবক আটক

পিবিএ,হিলি: হিলি সীমান্ত এলাকা থেকে ৯৫৮ পিচ ইয়াবা সহ দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তের ২৮৭/২০ এস পিলারের ৩শ গজ বাংলাদেশ অভ্যন্তরে নন্দীপুর নামক এলাকার কাচাঁ রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।

হিলি মংলা ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান,একজন মাদক চোরাকারবারী মাদক নিয়ে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মংলা ক্যাম্পের বিজিবি একটি টহল দল সীমান্তের নন্দীপুর এলাকা নামক স্থানে ওতপেতে থাকে।

এসময় রাস্তা দিয়ে আটককৃত ব্যক্তি হেটেঁ আসার সময় তার গতিবিধি সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে আটকিয়ে শরীরে তল্লাসী চালিয়ে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় রাখা ৫টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।পরে পাচঁটি প্যাকেট থেকে ৯৫৮ পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৭ হাজার ৪শ টাকা। পরে তাকে হাকিমপুর থানাঢ সোর্পদ করা হয়েছে।

আটক দেলোয়ার হোসেন (৪৫) হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পিবিএ,এসআর/হক

আরও পড়ুন...