পিবিএ,হিলি,দিনাজপুর: খরিপ-২ মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বিভিন্ন এলাকার ১০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, সহকারী কৃষি অফিসার আব্দুল হান্নানসহ আরো অনেকে ।
পরে ১০ জন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি পটাস ও ১০কেজি ডিএপি সার বিনামুল্যে প্রদান করা হয়।
পিবিএ/সোহেল রানা/এসডি