হিলিতে চোরাই টাকাসহ আটক ১

পিবিএ,হিলি: হিলিতে চুরি হওয়া সাড়ে ৪ লক্ষ টাকাসহ জাবেদ (৪৮) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিন বাসুদেবপুর এলাকা থেকে একটি কালো ব্যাগসহ তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন পিবিএ,কে জানান,উপজেলার মাঠপাড়া এলাকার সোহেল রানা বাড়ি থেকে দুই মাস আগে ৬ লক্ষ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় জাবেদ। জাবেদ ঐ এলাকায় সোহেলর প¦ার্শবতী একটি বাড়িতে ভাড়া থাকতো। গতকাল রাতে সোহেল তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে আজ সকালে তাকে দক্ষিন বাসুদেবপুর এলাকা থেকে একটি কালো ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগটি থেকে ৪ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত জাবেদ জয়পুরহাট জেলার সদর থানার পাচুরচক গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...