হিলিতে দুই ঔষধ দোকানকে আর্থিক জরিমানা

 

পিবিএ,হিলি: হিলিতে মেয়াদর্ত্তীন ঔষধ রাখার দায়ে ও একই ফ্রিজে ঔষধের পাশাপাশি মাছ মাংস সংরক্ষনের দায়ে দুটি ঔষধের দোকানকে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

সোমবার দপুরে বাংলাহিলি বাজারে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহাকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহাকারী পরিচালক মমতাজ বেগম জানান, আজ হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় সরকার মেডিসিনে মেয়াদর্ত্তীন ঔষধ রাখার দায়ে ও একই ফ্রিজে ঔষধের পাশাপাশি মাছ মাংস সংরক্ষনের দায়ে তাকে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফজিলা ফার্মেসিতে অভিযান চালিয়ে সেখানেও মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি ঔষধের দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...