পিবিএ হিলি: হিলিতে বাড়ির আঙ্গিনার পানি ভর্তি গর্তে পড়ে আরাফাত নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সরঞ্জাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, বাড়ির আঙ্গিনায় টিউবওয়েলের পানি ফেলার জন্য একটি গর্ত করা হয় এবং সেই গর্তে পানি ভরে রয়েছে। সকালের দিকে আঙ্গিনায় খেলা করার সময় অজান্তে আরাফাত সেই পানির গর্তে পড়ে যায় । তাকে আশাপাশে অনেক খোজাখুজিঁর পর ,সেই গর্ত থেকে উদ্ধার করা হয়,পড়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। দেড় বছরের মৃত শিশু আরাফাত হোসেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সরঞ্জাগাড়ি গ্রামের তোফাজ্জলের ছেলে।
পিবিএ/এসআর/হক