হিলিতে ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক

পিবিএ হিলি: হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টিন দিয়ে ঘেরা কাচাঁ টয়লেটের ভিতরে বিশেষ কায়দায় মাটির নিচে পুতে রাখা ৩৩ বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মোছাঃ নাজমা বেগম বুড়ি (২৫) স্বামী- মোঃ রকি ইসলাম । তারাউভয় দক্ষিন বাসুদেবপুর মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান,বাড়িতে অভিনব কায়দায় মাদক রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নির্দেশনায় এস আই রাকিব হোসেন, এএসআই আজাদ, খলিল, মোকছেদ সঙ্গীয় ফোর্স সহ পৌরসভার দক্ষিন বাসুদেবপুর মহিলা কলেজপাড়ার রকি ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বারান্দা সংলগ্ন টিনের একটি টয়লেটের ভিতরে অভিনব কায়দায় মাটির নিচে পুতে রাখা ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়,এসময় ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...