পিবিএ,হিলি: হিলি স্থলবন্দর এলাকায় জনসচেতনামূলক কর্মসূচি হিসেবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাকিমপুর (হিলি) পৌরসভার সামনে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে মহড়া পরিচালিত হয়।
হিলি ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, আগুন লাগানোর আগে ও পড়ে সাধারণ জনগণের করণীয় এর ওপর জনগণকে সচেতন করতে আমরা প্রতিমাসে ৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় হিলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের কর্মীরা ছাড়াও পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ও কাউন্সিলরসহ এলাকার জনগণ অংশগ্রহন করেন।
সোহেল রানা