পিবিএ,হিলি (দিনাজপুর): জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ শনিবার ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে অপরদিকে আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস সে কারণে ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেয়ায় বন্দরের আমদানি রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রবিবার সকাল থেকে সকল কার্যক্রম আবারো শুরু হবে।
পিবিএ/সোহেল রানা/এসডি