পিবিএ, ডেস্ক– খুনের অভিযোগে টেলিভিশনের পরিচিত মুখ দেবলীনা ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ভারতের মুম্বাইয়ের হীরা ব্যবসায়ী রাজেশ্বর কিশোরীলাল উড়ানির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পন্তনগর থানার পুলিশ। এছাড়া বিজেপির সাবেক এক নেতার নামও জড়িয়েছে এই খুনের সঙ্গে।
ভারতীয় গণমাধ্যমে বরা হয়েছে, ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোটিপতি হীরা ব্যবসায়ী রাজেশ্বর কিশোরীলালকে। তার পরিবারের থানায় নিখোঁজের ডায়রিও দায়ের করা হয়। শনিবার পানভেল ড্যামের একটি ঝোপের মধ্যে থেকে কিশোরীলালের গলাপচা মৃতদেহ উদ্ধার হয়। ঘাটকোপারের বাসিন্দা কিশোরীলালের খুনের তদন্তে নেমে জনপ্রিয় বাঙালি টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করে পুলিশ।
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সাথ নিভায়া সাথিয়া’র ‘গোপী বহু’ চরিত্রে অভিনয় করা দেবলীনার সঙ্গে কিশোরীলালের দীর্ঘদিনের চেনাজানা ছিল বলে জানিয়েছে পুলিশ। আরও বেশ কয়েকজন টিভি অভিনেত্রী ও বার ডান্সারদের সঙ্গে কিশোরীলালের ঘনিষ্ঠতা ছিল বলে তদন্তে উঠে এসেছে। কিশোরীলালের খুনে ইতিমধ্যেই আটক করা হয়েছে এক প্রাক্তন বিজেপি নেতাকে। মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী প্রকাশ মেহতার প্রাক্তন সহযোগী সচিন পাওয়ার এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ।
পিবিএ/এএইচ