হুমকি দিয়ে অডিও টেপ প্রকাশ করলেন মাসুদ

masud

পিবিএ ডেস্ক : পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহারের দুই সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়তের বিরুদ্ধে পাকিস্তানে টানা অভিযান চলেছে বলে দাবি সে দেশের সেনাবাহিনী দাবি করলেও শেষমেষ হুমকি দিয়ে অডিও টেপ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের উদারপন্থীদেরও হুমকি দেওয়া হয়েছে ওই অডিও বার্তায়। জইশ-ই-মোহাম্মদের চ্যাট প্ল্যাটফর্মে ওই অডিও বার্তা প্রকাশ করেছেন বলে জানা গেছে। সেখানে পুলওয়ামা হামলা, ভারত, পাকিস্তান সবকিছু নিয়ে কথা বলেছেন মাসুদ।আজহার তার বক্তৃতা শুরু করেন তার মৃত্যু নিয়ে যে সমস্ত খবর প্রচার কছে মিডিয়া, তার সবটাই ভুয়া বলে।

বক্তৃতার পরবর্তী অংশে মাসুদ কথা বলেছেন, মালালা ইউসুফজাইয়ের মতো উদারপন্থী শিক্ষিত পাকিস্তানি নাগরিকদের নিয়ে। তার দাবি, ‘এ জাতীয় লোকজন দেশের ধর্মপ্রাণ মুসলিমদের পক্ষে ক্ষতিকারক।’
মাসুদের মতে, এ জাতীয় উদারপন্থীরা জিয়া উল হকের নেতৃত্বে পাকিস্তানের যে ইসলামীকরণ শুরু হয়েছিল তা পছন্দ করেন না। শরিয়তিকরণে দিকেই এগোচ্ছিলেন জিয়া। উনিই পাকিস্তানকে ‘ইসলাম রাজনীতি’-র গ্লোবাল সেন্টারে পরিণত করার জন্য প্রতি়জ্ঞাবদ্ধ ছিলেন।

মাসুদের দাবি, পাক রাজনীতিকরা ভারতের রাজনীতি বুঝতেই পারছেন না। ভারত পাকিস্তানকে সবদিক থেকে কোণঠাসা করতে চাইছে, এমনটাও বলেছেন তিনি অডিও বার্তায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশিকে এক হাত নিয়ে মাসুদ বলেন, চাপের মুখে পড়েই কুরেশি বলতে বাধ্য হয়েছেন পাকিস্তানের মাটিতে জইশের অস্তিত্ব নেই। এরই মধ্যে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, নয়াদিল্লিতে পাক হাই কমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে। তার দাবি, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...