হুয়াওয়ে পি ৩০ স্পেসিফিকেশন ফাঁস

পিবিএ ডেস্ক : হুয়াওয়ে পি সিরিজ ক্যামেরা জন্য এর মধ্যে সুনাম কুঁড়িয়েছে। আর এর মাঝে নিত্য নতুন গ্রেডিয়েন্ট কালার ফোনের বড়িকে করেছে আরও আকর্ষনীয়। জার্মান ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাইকার সাথেতাদের সম্পর্ক কয়েক বছর ধরে । এর মাঝে তাদের কয়েকটি হ্যান্ড সেট লাইকার ক্যামেরায় যুগলবন্দী। এবারো তার ব্যতিক্রম হবে না।

তবে সেট ঘোষণা দেওয়ার আগেই স্পেসিফিকেশন ফাস হয়ে যায়। পি সিরিজের বেলায় তা ব্যতিক্রম নয়। সব সময় ফাঁস হওয়া স্পেসিফিকেশন যে হুবহু মিলে যায় তা কিন্তু নয়! মাঝে মাঝে তা ব্যপ্তয় হয় বটে। রিউমারের বড় বিষয় ক্যামেরা। রিউমার অনুযায়ী চমক থাকতে পারে এই ক্যামেরায়। বলা হচ্ছে ৪০ মেগাপিকজেলের ক্যামেরা হবে এই হুয়াওয়ের। ১.৬ এর্পাচারে কম আলো উন্নত মানের ছবি তোলা যাবে এই ফোনে। ডিএসএলআর এর কাছাকাছি মানের ছবির হুয়াওয়ের সেটের তুলনা নেই। তবে এটাকে প্রফেশনাল ক্যামেরার বিকল্প বলা যাবে না।

পিবিএ/আইএইচ

আরও পড়ুন...