সুজান খানকে ২০০০ সালে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশান। দাম্পত্য জীবনে ১৪ বছর পার করার পর বিচ্ছেদ ঘটে তাদের। হৃত্বিক-সুজান দম্পতির দুই সন্তানও রয়েছে। বিচ্ছেদ হলেও সন্তানদের দায়িত্ব একসঙ্গেই পালন করছেন তারা।
বিচ্ছেদের পরেও হৃত্বিকের পরিবারের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন সাবেক স্ত্রী সুজান। একসঙ্গে ডিনার, লাঞ্চও সেরেছেন তারা। এমনকি সন্তানদের প্রয়োজনে একসঙ্গেও থেকেছেন সুজান-হৃত্বিক।
বি-টাউনে নতুন গুঞ্জন উঠেছে হৃত্বিকের সাবেক স্ত্রীকে নিয়ে। শোনা যাচ্ছে, নতুন সর্ম্পকে জড়িয়েছেন তিনি। বিগ বসের প্রতিযোগী আলি গনির ভাই আর্সলান গনির সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যাচ্ছে সুজানকে। তার সঙ্গেই সুজানের প্রেম গড়ে উঠেছে বলে ধারণা অনেকে।
জানা গেছে, আর্সলানের সঙ্গে সুজানের বন্ধুত্ব বেশ চোখে পড়ছে সকলের। ৬ মাস হলো একে অপরের পরিচয়। পরিচয়ের পর থেকে বন্ধুত্ব ঘনিষ্ঠ হতে থাকে। এর আগে অবশ্য অর্জুন রামপাল এবং সুজানকে ঘিরে গুঞ্জন উঠেছিল বলিপাড়ায়। কিন্তু ধোপে টেকেনি তা।
‘ম্যায় হিরো বোল রাহা হুঁ’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেতা আর্সলান। একতা কাপুরসহ একাধিক টেলিভিশন তারকার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে আর্সলান ও সুজানকে। সে ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে নতুন গুঞ্জন উঠে তাদের নিয়ে।