হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু বরন করলেন আম্পায়ার

পিবিএ ডেস্ক: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠেই মৃত্যু বরন করেন পাকিস্তানি আম্পায়ার নাসিম শেখ!

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লয়ার’স টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন নাসিম শেখ। করাচির গুলবার্গে টিএমসি ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ম্যাচটি চলছিল। ম্যাচে চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৫২ বছর বয়সী এই আম্পায়ার। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়ে গেছে। তিনি অবশ্য আগে থেকেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তার এনজিগ্রাম করা হয়েছিল বলে জানা গেছে।

দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন নাসিম শেখ। কিন্তু প্রাথমিক জীবনে তিনি আম্পায়ার ছিলেন না। আগে তিনি একজন মাংসবিক্রেতা ছিলেন। ক্রিকেটের প্রতি ভালোবাসায় দূরে থাকতে পেরেছিলেন না ক্রিকেট থেকে। ক্রিকেটার হতে না পারলেও বেছে নিয়েছিলেন আম্পায়ারিং। সেই ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ‘হঠাৎ করেই তিনি (নাসিম) মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা এবং ক্রিকেট বোর্ড এর কর্মকর্তারা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...