ভারতের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফির সবশেষ মৌসুমে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার অবি বরোট মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, ‘সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে এই ক্রিকেটার প্রয়াত হয়েছেন।’
২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে অবির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন তিনি। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। উইকেটকিপিং ছাড়াও অফ স্পিন বল করতেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান করেছেন অবি। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-২০ ফরম্যাটে ২০টি ম্যাচে তার রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে নজরে পড়েন এই ব্যাটার। এছাড়া ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।