পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে মাটি ছিটিয়ে অপরিচ্ছন্নতা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জন ইটভাটা মালিকের কাছ থেকে ২লক্ষ ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদের মধ্যে উপজেলার বামন্দী এলাকার ইটভাটা মালিক লিটন আলীর কাছ থেকে ৬০ হাজার, আব্দুল আওয়ালের কাছ থেকে ৫০ হাজার, চঞ্চল হোসেনের কাছ থেকে ৭০ হাজার,গাংনী থানাপাড়া এলাকার স্বপন আলীর কাছ থেকে ৩০ হাজার ও রুহুল আমীনের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। এসময় গাংনী থানার পুলিশের একটিদল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র পিবিএ’কে জানায় ইটভাটার মাটিবাহি ট্রাক্টরের মাধ্যমে মাটির বহন করার সময় সড়কে মাটি ছিটিয়ে অপরিচ্ছন্ন করার ফলে বৃষ্টির পানিতে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন এবং পথচারীরা দূর্ঘটনার শিকার হয়। ইটভাটা মালিকরা তাদের অপরাধের কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
পিবিএ/জিএস সাজু/বিএইচ