হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবাসয়ী গ্রেফতার

পিবিএ টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল থেকে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব কর্তৃপক্ষ।
র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল জেলার বাসাইল থানাধীন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয় এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা।
এসময় ১১.৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ারের আগ এলাসিন গ্রামের ছাত্তার এর ছেলে আঃ হাকিম (২৮), ও মোঃ বক্কর মোল্লার ছেলে মোঃ আব্দুল্লা মোল্লা (৩০)।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে নগদ টাকার বিনিময়ে হেরোইন ও ইয়াবা সরবরাহ করে এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...