আলামীন সুমন, পিবিএ,রংপুর : রংপুরে ৪ দিনের ব্যাক্তিগত সফরে গেছেন বিরোধীদলীয় নেতা ও জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল ১১ টায় রংপুর ক্যান্টর্মেন্টে ঢাকা থেকে হ্যালিক্যাপ্টার যোগে আসেন তিনি।
এরশাদের আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্টে সাজানো হয়েছে ফেস্টুন ও গেট। রাস্তার দুধারে সারি সারি নেতা ও সাধারণ মানুষের ঢল দেখা গিয়েছে।
দলীয় নেতা কর্মীরা শোডাউনের মাধ্যমে এরশাদের গাড়িবহর প্রথমে তার নিজ বাসভবন পল্লীনিবাসে নিয়ে যান। সেখান থেকে রাত্রীযাপনের জন্য হোটেল গ্রান্ডপ্যালেসে যান।
পরে বিরোধী দলের চীফহুইপ ও জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রেস বিফ্রিং করেন।
মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রসমাজকে অংশগ্রহণ করতে না দিলে আমরা সংসদ ওয়াক আউট করবো, তিনি আরো বলেন, দলকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও অনেক দূর এগিয়ে যাবে। উপজেলায় আমরা শক্ত প্রার্থী দিয়েছি আশা করছি তারা সবাই জয়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর উজ জামান জাহাঙ্গীর, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর , হাজী রাজ্জাক,শাফিউর রহমান সাফি, বারি মুন্সী ,লোকমান হোসেন সহ অনেকে।
পিবিএ/ এএস/জেডআই