পিবিএ ডেস্ক: হেলিকপ্টারে করে বিয়ে করতে এসে বর ও তার পরিবার লাখ লাখ টাকা খোলা আকাশে উড়িয়েছেন। ভারতের গুজরাটের জামনগর এলাকায় চেল্লা গ্রামে এ দৃশ্য দেখে মনে হয়েছিল যেন টাকার বৃষ্টি হচ্ছে।বিয়েতে ৩৫ লাখ টাকা খোলা মাঠে জনসমক্ষে ওড়ানো হয়।
এ ঘটনায় অবাক হয়েছেন গ্রামবাসী। এর আগে কখনও ওই গ্রামে এ ঘটনা ঘটেনি। বর ও তার স্বজনরা গ্রামবাসীর উদ্দেশে নেচে আনন্দ করে ওই টাকা ওড়ান। এ সময় বরের পাশে কনেকেও দেখা গেছে। তিনি এ ঘটনায় বেশ আনন্দ পাচ্ছিলেন।
এ ঘটনায় বর-কনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে গ্রামবাসীও এ ঘটনাটি দেখে বেশ আনন্দ পাচ্ছিলেন।
পিবিএ/এমএসএম