নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে ইমপ্রেস ইয়ারের একটি হেলিকপ্টারে করে তার মরদেহ আনা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সুলতানা পারভীন এবং ছেলে ইসতিয়াক আলম।
এমপি পত্নী সুলতানা পারভীন জানান, গ্রামের বাড়িতে বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।
এর আগে সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত ২৩ জুলাই শারীরিক সমস্যাজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাফিল আলমকে।
লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।
রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পিবিএ/এমএসএম