হোটেল রেস্তোরাঁ বন্ধ করে রংপুরে ব্যবসায়িদের প্রতিবাদ

পিবিএ,রংপুর: রমজানে মাঝে রংপুর নগরীর কয়েকটি খাবার হোটেল ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোটা অংকের জরিমানার কারনে ক্ষুব্ধ হয়ে উঠেন ব্যবসায়িরা। এসব অভিযানে প্রতিষ্ঠানগুলোকে কয়েক লাখ টাকা জরিমান করা হয়। সেই জরিমানাকে ‘অস্বাভাবিক’ দাবী করে রবিবার( ২৬ মে) থেকে রংপুর নগরীর সকল হোটেল, রেস্তোরা, বেকারী, চাইনিজ রেষ্টুরেন্ট, ফাস্ট ফুড ও মিষ্টির দোকান অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণা করেছেন। রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতি ও বেকারী মালিক সমিতির পক্ষ থেকে ২৪ মে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে নগরীর জুম্মাপাড়ার মিঠু হোটেলকে ২ লাখ, জলকর এলাকার ফুলকলি ব্রেড এন্ড কনফেনারীকে ৩ লাখ, এভরিডে ফুড প্রোডাক্টসকে ১ লাখ ও সোনালী বেকারীকে ৩ লাখ টাক জরিমানা করা হয়। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের মালিক ব্যাংক ঋণ ও মহাজনের দেনার দায়ে জর্জরিত। এর ওপর যদি এভাবে অমানবিক ও অস্বাভাবিক হারে জরিমানা করা হয় তাহলে ব্যবসায়িরা ধ্বংস হয়ে যাবে। তাই এমনটি সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়িরা। রংপুর নগরীরতে মোট রেস্তোরাঁ ১৫০ টি এবং হোটেন ২০০ টি রয়েছে।

 

পিবিএ/এএস/হক

আরও পড়ুন...