হোম কোয়ারেন্টাইন অমান্য, ভ্রাম্যমান আদালেতর জরিমানা


পিবিএ, গোপালপুর- সাতক্ষীরা : করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় সিঙ্গাপুর ফেরত মো. হাবিবুর রহমানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের বাসিন্দা। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ জনাব মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আলীম আল রাজীসহ সংবাদিকবৃন্দ।

সাতক্ষীরায় করোনোভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইনের শর্ত অমান্য করে প্রকাশ্যে চলাফেরা করায় মো. কামরুজ্জামান নামে মালদ্বীপ ফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কামরুজ্জামান সাতক্ষীরা পৌর শহরের কামালনগরের বাসিন্দা। বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

আরও পড়ুন...