পিবিএ: আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকলে অবশ্যই এই চ্যাটের নতুন ফিচার সম্পর্কে জানা উচিত ৷ কারণ এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপকে করে তুলবে আরও আকর্ষণীয় ও মজাদার৷ এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এবার নিয়ে এসেছে নিজের ব্যবহারকারীদের জন্য এক অভিনব ফিচার৷ যার নাম কুইক এডিট মিডিয়া শর্টকাট৷
কি রয়েছে সেই ফিচারে?
হোয়াটসঅ্যাপ টিপস্টার ডব্লুএ বেটা ইনফোর রিপোর্ট অনুযায়ী, এই ফিচার আপনাকে হোয়াটসের ছবিগুলি চটজলদি এডিট করার সুযোগ দেবে৷ সেই এডিট করার ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে৷ এতে আলাদা করে ছবি এডিট করে হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যাটাচ করতে হবে না৷ হোয়াটসঅ্যাপে গিয়ে আলাদ অপশন থাকবে ছবি এডিট করার৷
তবে এই অপশন এখনও হোয়াটসঅ্যাপে সংযুক্ত করা হয়নি৷ কিছুদিন পরেই তা হাতে পাবেন ব্যবহারকারীরা৷ রিপোর্ট বলছে হোয়াটসঅ্যাপ চ্যাটে ছবি এলে বা পাঠানোর থাকলে তা দ্রুত এডিট করা যাবে৷ এতে অনেক সময় বাঁচবে ব্যবহারকারীদের৷ নতুন করে ছবি এডিট করার জন্য কোনও নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে না৷
জানা গিয়েছে অ্যানন্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে এই এডিট অপশন৷ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে চ্যাটে পিকচার এডিট অপশন দেওয়া হবে৷
কুইক এডিট মিডিয়া শর্টকাট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটের ডানদিকে যে তিনটি ডট থাকে, সেখানে ক্লিক করলে৷ সেখানে গিয়ে এডিট অপশনে যেতে হবে৷ পছন্দমত ছবি বেছে নিয়ে তা এডিট করা এরপর সময়ের অপেক্ষা৷ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে ছবি এডিট অপশন থাকে, সেরকমই ফিচার রাখা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটে৷
পিবিএ/ইকে