হ্যাকিংয়ের শিকার বিজেপির ওয়েবসাইট

modi

পিবিএ ডেস্ক : হ্যাকারদের কবলে এবার ভারতীয় রাজনৈতিক দল বিজেপির ওয়েবসাইট। আজ মঙ্গলবার সকালে সেটি হ্যাক করা হয় বলে জানা গেছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, কোথা থেকে ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে পুলওয়ামা কাণ্ডের পর থেকে ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তাই পাক হ্যাকাররাই সাইটটি হ্যাক করে থাকতে পারে বলে সন্দেহ বিজেপি শিবিরের।

মঙ্গলবার www.bjp.org-নামে বিজেপির ওই সাইটটি হ্যাক করা হয় বলে বিজেপি সূত্রে খবর। তবে বিষয়টি নজরে পড়ে বেলা ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ। চেষ্টা করেও ওয়েবসাইটটি খোলা যায়নি। তার বদলে হোম পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর একটি ভিডিও বিকৃত করা হয় এ সময়।

বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি কাজে নামে বিজেপির আইটি সেল। ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখে তারা। শুরু হয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য মুছে ফেলার কাজ। আইটি সেলের তরফে ব্লক করে দেওয়ার পর আর ওয়েবসাইটটিতে ঢুকতে পারেননি কোনও ভিজিটর। তবে সব মিটে গেলে মঙ্গলবারই ফের সাইটটি সক্রিয় হয়ে যাবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...