পিবিএ, ডেস্ক : ইমরুল কায়েস ইন্দোর টেস্টের মতো ইডেনেও হতাশ করলেন । মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লুর শিকার হন। ওই ওভারের প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচেও যান তিনি। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিলেও ভুল প্রমাণিত হন বাংলাদেশের এ ওপেনার।
মুমিনুল হক ও সাদমানের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বল খেলা মুমিনুল রানের খাতা খোলার আগেই উমেশের শিকার হন। স্লিপে তাঁর দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। মোহাম্মদ মিঠুন এসে টিকতে পেরেছেন মাত্র ২ বল। উমেশের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড আউট হন মিঠুন (০)। পরের ওভারেই বিপর্যয় আরও বেড়েছে বাংলাদেশের। মোহাম্মদ শামির বলে বোল্ড হন মুশফিক। খেলেছেন মাত্র ৪ বল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩২ রান তুলেছে বাংলাদেশ।
মিডল অর্ডারে বাংলাদেশের তিন ব্যাটসম্যান মুমিনুল, মিঠুন ও মুশফিক কোনো রান করতে পারেননি। ১১ বলের মধ্যে ফিরেছেন এ তিন ব্যাটসম্যান। এক সাদমানই যা একটু লড়াই করছেন। আউট হওয়া চার ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে ৪,০,০,০। সাদমান ও মাহমুদউল্লাহ মিলে এখন ইনিংস মেরামতের চ্যালেঞ্জ সামলাচ্ছেন।
ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবারামাকৃঞ্চন জানিয়েছেন, ‘ইডেনের উইকেটে প্রচুর ঘাস রয়েছে।’ পেসাররা এতে শুরুতে বাড়তি সুবিধা পেলেও তাঁর মতে, টস জিতে আগে ব্যাট করা উচিত। এর আগে ১১টি দিবারাত্রির টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়ার নজির দেখা গেছে মাত্র দুবার। আগে ব্যাট করা দল জিতেছে ৬ ম্যাচ।
ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলছেন পেসার আল-আমিন হোসেন। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় নাঈম হাসান।
পিবিএ/জেডআই