পিবিএ ডেস্ক: মুম্বাইয়ের ফোর সিজন নামের একটি পাঁচতারা হোটেলে প্রতিটি সিদ্ধ ডিমের দাম রাখা হয় প্রায় সাড়ে ৮০০ রুপি। যা বাংলাদেশি টাকায় ১ হাজার টাকার কিছু বেশি।
সম্প্রতি ওই হোটেলে উঠেছিলেন লেখক কার্তিক ধর। সেখানে তার খাবারে যে মূল্য রাখা হয়েছে তাতে দেখা যাচ্ছে দু’টি সিদ্ধ ডিমের দাম ১ হাজার ৭০০ রুপি। যা বাংলা টাকায় প্রায় ২ হাজার টাকা।
কার্তিক ধর বিল পরিশোধ করার পর বিলের কপির ছবি তুলে সামাজিকমাধ্যম টুইটারে পোস্ট করেছেন।
তবে ডিমের এমন এলাহীকাণ্ড নিয়ে হোটেল কর্তৃপক্ষ রোববার পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
পিবিএ/এমএসএম