১লা মার্চ জাতীয় ভোটার দিবস

vote pba

পিবিএ,ঢাকা: আগামীকাল ১লা মার্চ শুক্রবার সারাদেশে প্রথম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে নির্বাচন ভবনসহ সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে গিয়ে দেখা যায়, ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে সাজসজ্জার কাজ চলছে। ভবনের চারপাশে টাঙানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনারদের ছবি এবং ‘১ মার্চ ভোটার দিবস’ লেখা সম্বলিত নানা ব্যানার। র‌্যালির জন্য আনা হয়েছে নানা উপকরণ।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচি পালনের কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে সকালে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র‌্যালি হবে। বিকেল ৪টায় আলোচনা সভা হবে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান শেষ হবে।

জানাযায়, বিভাগ, জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ের দিবসটি উদযাপন উপলক্ষে আঞ্চলিক ও জেলা কার্যালয় আলোকসজ্জিত করা হবে। শুক্রবার সকাল ৯টায় স্থানীয়ভাবে উদ্বোধন ও র‌্যালির আয়োজন করা হবে। এ আয়োজনে অধিক সংখ্যক অংশগ্রহণকারী নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইসি। এরপর বেলা সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান ও ভোটার সেবা কার্যক্রম, সাড়ে ১১টায় চা-চক্র এবং দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

পিবিএ/হক

আরও পড়ুন...