সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাবো। আমরা তার সাক্ষাৎ চাইবো।
এর আগে আজ শুক্রবার ভোর থেকেই সারাদেশ থেকে এসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।