সরকারিভাবে এবার ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআন তিলাওয়াতের আসর নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, সেটিকে উসকানি হিসেবে দেখছেন তিনি। দুদিন আগে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআন তিলাওয়াতের যে আয়োজন করা হয়েছিল, এর আগের কয়েকটি ঘটনা বিবেচনায় নিতে হবে। যেমন— সরকারের পক্ষ থেকে একটি বার্তা এলো যে, এবার কোনো ইফতার পার্টি করা হবে না। আমি এটাকে খুব সাধারণ ঘটনা মনে করি না। ইফতার পার্টি করা হবে না— এ ঘোষণা আপনি কেন দিলেন? কৃচ্ছ্রতাসাধনের জন্য? এই দেশ থেকে লক্ষ-কোটি টাকা পাচার হয়ে যায় সেটার বিচার করেন না। একটা ব্যবসায়িক গোষ্ঠী ৬টা ব্যাংক খালি করে দিচ্ছে তার কোনো বিচার করছেন না। ১০০ কোটি টাকার প্রকল্প ৩০০ কোটি বানিয়ে ২০০ কোটি লুটপাট করছে, সেগুলোর কোনো খবর নেই। সামান্য একটা ইফতার পার্টির আয়োজন করতে কয়েক হাজার টাকা লাগে সেটা যখন আপনি বন্ধ করে দিচ্ছেন কৃচ্ছ্রতার কথা বলে, তখন মনে হয় এটি একটি উসকানি।
আসিফ নজরুল বলেন, এটির কোনো প্রয়োজন ছিল না, আমার মনে হয়েছে এটি উসকানি। বরং আপনি বলতে পারতেন— আমরা ইফতার পার্টিতে গরিবদের খাওয়াব। কোনো আতিশয্য করব না। আর শিক্ষাঙ্গনে ইফতার মাহফিলে কেউ আতিশয্য করেও না। অনেক গরিব ছাত্র এখানে ইফতার করে। এমন প্রেক্ষাপটে বটতলায় এ ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে কীসের সংযোগ আছে আমি জানি না।