পিবিএ ডেস্ক: সময়ের সাথে তাল মিলিয়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে আসছে নতুন নতুন সংস্করন। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট(দ্য হান্ড্রেড)। ইতোমধ্যেই এই টুর্নামেন্টের জন্য নিলামে থাকা প্লেয়ারদের নাম প্রকাশ করেছে ইসিবি। যেখানে জায়গা পেয়েছেন সাকিবসহ বাংলাদেশের ছয় ক্রিকেটার।
বিদেশের লীগে প্রায় সবসমই দেখা যায় বাংলাদেশী ক্রিকেটারদের প্রতি অনীহা৷ কিন্তু ক্রিকেটের ছোট সংস্করণ ১০০ বলের ক্রিকেটে এক্ষেত্রে ব্যাতিক্রম কিছুই দেখালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টিতে যেখানে স্ট্রাইক রেটে এতো পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা তারপরও কেন এতো চাহিদা এই ছোট্ট ফরম্যাটে?
ইসিবির এক গবেষণার বরাতে খবর, তাদের ঘরোয়া টুর্নামেন্টেও কোনো বাংলাদেশির নাম থাকলে টিকেট বিক্রির চাহিদা থাকে আকাশচুম্বী। মাঠে-গ্যালারিতে থাকে উপচে পড়া উপস্থিতি। টেলিভিশনের সামনেও থাকে উৎসাহী সমর্থকদের জটলা। নতুন এক টুর্নামেন্টের জন্য যা হতে পারে বেশ আশাব্যঞ্জক।
তাইতো বিপুল দর্শক টেনে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আয়োজনকে জনপ্রিয় করতে নিলাম তালিকায় ৬ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে ইসিবি। বিশ্বকাপের সময় দর্শক উপস্থিতি-সমর্থনের যে দৃশ্য বোর্ডটি দেখেছে, আশা করছে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সেরকম কিছুই ঘটবে।
এসব কিছু বিবেচনা করেই হটটেকে শুরুতে সাকিবের নাম প্রকাশ করে ইসিবি। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ পাউন্ড মূল্য ধরা হয়েছে তার। সমমান মূল্য ধরা হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। এছাড়াও ড্রাফটে থাকা বাকি চার ক্রিকেটার হলেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
আগামী ২০ অক্টোবর ইংল্যান্ডের ৮ শহরের নামে ৮ দল নিয়ে বসবে প্লেয়ার ড্রাফটের অনুষ্ঠান।
পিবিএ/ইকে