রাবি প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অধ্যয়নরত ১০৭ শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ালো আইন পরিবার।
এর মধ্যে বিভাগের ৬৬ শিক্ষার্থীর পরিবারকে এক মাসের খরচ ও ৪১ জন কে ঈদ উপহার সামগ্রীসহ প্রায় দুই লক্ষাধিক টাকা প্রদান করা হয়।
আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর “আইন পরিবার,আমার পরিবার” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় এই ফান্ড করা হয়।
এ বিষয়ে আইন পরিবার,আমার পরিবার এর প্রতিষ্ঠাতা আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন,”আইন বিভাগ একটি পরিবার। করোনার এই মহামারীতে বিভাগের অনেক শিক্ষার্থীই সাময়িকভাবে বিপাকে পরেছে। অনেকের পরিবারের আয় রোজগার সাময়িক বন্ধ হয়ে গেছে।
তাই আইন পরিবারের কোন শিক্ষার্থীকেই কষ্টে দিনাতিপাত করতে না হয় সেজন্য মানবিক কারণে এই পরিবারের পাশে থাকার লক্ষ্যে বিভাগের কয়েকজন ছাত্রদেরকে নিয়ে “আইন পরিবার,আমার পরিবারের” যাত্রা শুরু করি।
এর মাধ্যমে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহায়তায় শিক্ষার্থীদের নাম পরিচয় গোপন রেখে এ পর্যন্ত ৬৬জন আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এক মাসের খরচ দিয়েছি। তাছাড়া আরও ৪১ জন শিক্ষার্থীকে ঈদ উপহার পাঠিয়েছি।
এই কার্যক্রম মুলতবি কিনা জানতে চাইলে সাদিকুল সাগর বলেন, আপাতত পরিসমাপ্তি টানতে চাইলেও এই শেষ, এই শুরুর মতো অবস্থা। তবে শুধু কোভিড-১৯ কেন্দ্রিক নয়, করোনা পরবর্তী সময়ে অসুস্থতা; শিক্ষা সংক্রান্ত ব্যয় যেমন ফরম ফিলআপ,ভর্তি সংক্রান্ত প্রায়ই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে দেখি। তাই আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে সাধ্যমতো পরিবারের সদস্যদের পাশে থাকার একটি পরিকল্পনার কথা জানান তিনি।
তাছাড়া করোনার এই মহামারীর পরিস্থিতিতে প্রায় দুই লক্ষাধিক টাকা ফান্ডে অনুদান আসায় তিনি বিভাগের সকল শিক্ষকবৃন্দ,আইন অনুষদের ডিন,আইন বিভাগের সভাপতি,বিভাগের বর্তমান-সাবেক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পিবিএ/আকরাম হোসাইন/এমএ