পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গত রাত ১ টার দিকে পৃথক দুটি থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে একটি টিম ভেলাগুড়ি ইউনিয়ন মাদকের অগ্নিস্পষ্ট খ্যাত চেতনার বাজার এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেল ও৫ কেজি গাঁজাসহ ১। আমিনুর রহমান (৪০), ২। শহিদুলকে ব্টক করে।
অপরদিকে পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দিঘির পাড় এলাকায় মোটরসাইকেল ও ৫ কেজি গাঁজাসহ এসআই ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে আহেদ আলীকে আটক করে। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাতীবান্ধা থানার মামলা নং- ২৫ ও২৬ তাং১৫/০৯/২০২০খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) টেবিলের১৯(খ)/৪১ রুজু করা হয়।
পিবিএ/মোস্তাফিজুর রহমান/এসডি