১০ ট্রাক আইএস সদস্যকে ফেরত পাঠালো সিরিয়া

পিবিএ ডেস্ক: সিরিয়া থেকে ১০ ট্রাক আইএস সমর্থক ও তাদের পরিবারের সদস্যদের ইরাকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীরা তাদের ট্রাকভর্তি করে ইরাকে ফেরত পাঠায়। সিরিয়ার স্থানীয় মেয়র আহমেদ আল মাহালাওয়ি জানিয়েছেন, বন্দি হস্তান্তরের অংশ হিসেবে তাদের ফেরত পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মেয়র আহমেদ আল মাহালাওয়ি জানিয়েছেন, ফেরত পাঠানো সাবেক এই বন্দিদের বেশিরভাগই ইরাকের নাগরিক। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ইরাকে ফেরত পাঠানো হয়েছে।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলকৃত বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...