১০ ডিসেম্বর জনসভা স্থগিত, ১৭ ডিসেম্বর ইশতেহার

পিবিএ,ঢাকা-মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ১০ ডিসেম্বর জনসভা স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

গণহারে মনোনয়নপত্র বাতিলের পর সৃষ্ট অবস্থা। প্রতীক বরাদ্দ একইসঙ্গে প্রতীক বরাদ্দের পরেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ প্রতীক নিয়ে জনগণের সামনে মিছিল করা তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মির্জা ফখরুল। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ১০ তারিখের জনসভা নির্বাচনের কারণে স্থগিত করা হচ্ছে। পরবর্তী সময়ে এই জনসভার তারিখ ঘোষণা করা হবে। এটা সম্ভবত নির্বাচনের প্রচারণার শেষের দিকে এই জনসভা করা হবে আলোচনায় করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...