১০ দিনের মধ্যে ভবনের অনুমোদন কাগজপত্র জমা দিতে হবে : মেয়র আতিক

বনানী
এফ আর টাওয়ার পরিদর্শনে মেযর

পিবিএ, ঢাকা : বনানী এফ আর টাওয়ার ১৮ তলা ভবনের অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো। এমন অনিয়ম মেনে নেয়া যেতে পারে না,এখন অ্যাকশনে যাওয়ার সময়।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে বনানী এফ আর টাওয়ার পরিদর্শনে এসে এমনটাই বলছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই। এই ভবনগুলো কীভাবে পারমিশন পেলো, ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো।এই অনিয়ম মেনে নেওয়া যেতে পারে না। এখন কথা বলার সময় নেই।

অ্যাকশনের উদাহরণ দিতে গিয়ে আতিক বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবো। এছাড়াও আমাদের ম্যাজিস্ট্রেট ভবনে ভবনে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানী এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনেক লোক নিহত ও আহত হন। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...