পিবিএ ডেস্ক: অবশেষে ১০ বছর অপেক্ষার পর দেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে করাচির জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে তারা। তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে দু’দলের প্রথম ম্যাচ।
২০০৯ সালে এই করাচিতেই শ্রীলংকান কিক্রেট দলের উপর জঙ্গি হামলা হয়। তারপরই নির্বাসনে যায় পাকিস্তানের ক্রিকেট।
সেই একই ভেন্যুতেই এক দশক পর ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত সরফরাজ বাহিনী। শ্রীলংকা ম্যাচের আগে পুরোপুরি ফিট দল পাচ্ছেন নতুন কোচ মিসবাহ-উল-হক। ম্যাচকে ঘিরে করাচির দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে।
লঙ্কান দল প্রথম ম্যাচ জিততে বেশ আত্মবিশ্বাসী। অবশ্য দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড় নিরাপত্তা জনিত কারণে সফর বর্জন করায় কিছুটা ব্যাকফুটে লংকানরা।
পিবিএ/ইকে